 |
KICHU KOTHA |
এমনও কিছু কথা আছে যা মানুষের বিবেককে বিকাশিত করে। জীবনকে করে দেয় উৎফুল্ল। জীবনকে সে কখনো ভাঙ্গতে দেয় না। মানুষের জীবনে সব-সময়ই সফলতা আসে না। জীবনে কোনো না কোন দিন ব্যর্থতা আসবেই। তাই বলে, ভেঙ্গে পড়তে নেই। মনে রাখতে হবে অদম্য সাহস, জীবনকে রাখতে হবে উৎফূল্ল। ভুলে যেতে হবে সকল ভয়কে। তবেই জীবনের সবকিছু সফলে পরিনিত হবে।